
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ মার্চ ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ধ্রুবতারা মিউজিক একাডেমির তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষ্যে মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয় ২৯ মার্চ সন্ধ্যায়। ডিএসপি টাউনশিপের নেতাজী ভবন প্রেক্ষাগৃহে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনেরা মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন। সংস্থার শিক্ষার্থী ও সদস্যদের সম্মেলক সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এই অনুষ্ঠানে সঙ্গীতাচার্য্য সম্মাননা প্রদান করা হয় উচ্চাঙ্গ সঙ্গীতগুরু বিমল মিত্র এবং রবীন্দ্রসঙ্গীতাচার্য্য বুদ্ধদেব সেনগুপ্তকে। এরপর উচ্চাঙ্গ সঙ্গীত, ভজন, রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আধুনিক বাংলা গান, লোক গীতি ইত্যাদি নানা আঙ্গিকের সঙ্গীত পরিবেশন করেন ধ্রুবতারার অধ্যক্ষ প্রণব মুখোপাধ্যায়, অতিথি শিল্পী স্বরূপ পাল, মণিকা চক্রবর্তী, বাণী চট্টোপাধ্যায়, মালবিকা মিত্র, পঙ্কজ শ্রীবাস্তব প্রমুখ এবং একাডেমির শিক্ষার্থীরা।
সঙ্গীতকলা সম্মান প্রদান করা হয় ১০ জন সঙ্গীতশিল্পী, ১জন নৃত্যশিল্পী, ৮ জন যন্ত্রসঙ্গীত শিল্পী এবং ৬ জন বাচিক শিল্পীকে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন দেবদাস সেন এবং ঋতুপর্ণা বিশ্বাস সরকার। সমগ্র অনুষ্ঠানের পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন প্রণব মুখোপাধ্যায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)