দুর্গাপুর, ২৬ এপ্রিল ২০২৪: পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) জেলার বর্ধমান শহরের কাঞ্চননগরে হুডখোলা গাড়িতে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রচার করছিলেন শুক্রবার। তাঁকে দেখে গো-ব্যাক স্লোগান দেন তৃণমূলের কর্মীরা। পাল্টা বিজেপির পক্ষ থেকে ‘চোর চোর’ স্লোগান দেওয়া হয়। উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। দিলীপ ঘোষের হুঁশিয়ারি, সব সুদে আসলে উশুল করা হবে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তাঁর কথায়, “আমাদের কর্মীদের দোকান লুঠ হয়েছে। কারা করেছে আমরা জানি। যারা লুটপাঠ করেছে তাদের কাছ থেকে সব কিছু সুদ সমেত আদায় করব। তা না হলে বর্ধমান ছাড়া করব।” তিনি আরও বলেন, “হাতি চলে বাজার তো কুত্তা ভোকে হাজার। আমি যেদিন থেকে রাজনীতি করছি, এই ধরনের স্লোগান শুনছি। কিছু ছিঁচকে চোর, সমাজ বিরোধী আজ নেতা হয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। দিলীপ ঘোষ সব কড়ায় গণ্ডায় বুঝে নেবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।