দুর্গাপুরে রামনবমীর মিউজিক কানির্ভালে যোগ দিয়ে তোপ দাগলেন দিলীপ!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে রামনবমীর মিউজিক কানির্ভালে যোগ দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও মহুয়া মৈত্রের মধ্যে বিবাদ প্রসঙ্গে তিনি বলেন, একজন সিনিয়র সাংসদ যদি মহিলা সাংসদকে সম্মান করতে না পারেন, পুলিশ ডাকতে হয়, তাহলে এটা পার্টি নয়, এটা সন্ত্রাসবাদীদের পার্টিতে পরিণত হয়েছে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
আদালতের মামলার উপর নজরদারি চালাতে রাজ্যের মন্ত্রী গোষ্ঠী গঠনের সমালোচনা করে তিনি বলেন, “যখন এনআইএ বা সিবিআই তদন্ত করে তখন তাদের উপর নজরদারি করে আদালত। সরকারের উপর নজরদারি করে আদালত। কিন্তু আদালতের উপর আবার কে নজরদারি করে? এই সরকার কাজের কাজ কিছু করে না। খালি সময় নষ্ট করে লোককে বোকা বানায়।” রামনবমীতে পুলিশের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, “পুলিশ সবচেয়ে বড় রাম ভক্ত। এত বড় রাম ভক্ত পশ্চিমবঙ্গে আগে কোনদিন দেখিনি। পুলিশ চুপচাপ দাঁড়িয়ে দেখেছেন, মিষ্টি খেয়েছেন, মিষ্টি বিতরণ করেছেন। আমরা বলেছি, যারা হারামের খায় তাদের সাথে যাবেন না। রামের দিকে আসুন।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।