স্ত্রীকে নিয়ে দুর্গাপুরে প্রাতঃভ্রমণে বেরিয়ে পড়লেন দিলীপ ঘোষ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার সকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে স্ত্রীকে নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দলীয় কর্মীরা। এরপর তাঁরা মায়াবাজারে চা চক্রে যোগ দেন। দিলীপ ঘোষ বলেন, “দলের বহু সাধারণ কর্মী কে কোথায় আছে, খোঁজখবর নেওয়া হয় না। আমি এইসব লোকেদের খোঁজখবর নেওয়ার জন্য সব জায়গায় যাই।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বলেন, “আপাতত আমরা সবাই সাধারণ কর্মী। আমি জানি না দলের কী কর্মসূচি হচ্ছে। আমি যখন গ্রামে গঞ্জে যাই তখন সাধারণ কর্মীদের সাথে কথা বলি, তাদের খোঁজ খবর নিই।” এরপরেই মন্ত্রী ফিরহাদ হাকিম ও পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীকে আক্রমণ করে বলেন, “ববি হাকিম ও পান্ডবেশ্বরের বিধায়ক সমাজ বিরোধী। যাঁরা প্রধানমন্ত্রীকে অপারেশন সিঁদুর নিয়ে কটাক্ষ করেন, তাঁদেরকে একঘরে করে রাখা উচিত।” বীরভূমের অনুব্রত মন্ডলের সঙ্গে এক পুলিশ আধিকারিকের কথোপকথন প্রসঙ্গে অনুব্রত মন্ডলকে এক হাত নেন তিনি।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

