দুর্গাপুর, ২০ এপ্রিল ২০২৪: “গোয়ায় বলেন গোয়ার মেয়ে, ত্রিপুরায় বলেন ত্রিপুরার মেয়ে, আগে বাপ ঠিক করুন।” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে তাঁর বিরুদ্ধে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের চতুরঙ্গ ময়দানে গত ২৫ মার্চ এমনই বিতর্কিত মন্তব্য করেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ।
এরপরেই কার্যত রাজ্য জুড়ে বিতর্কের ঝড় বয়ে যায়। তৃণমূলের পক্ষ থেকে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়। দিলীপ ঘোষকে শো-কজ করেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। শো কজ করে নির্বাচন কমিশনও। শেষমেষ দিলীপ দুঃখপ্রকাশ করেন। তবু বিতর্ক থামেনি। বিভিন্ন জায়গায় পুলিশের কাছে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। শুধু মুখ্যমন্ত্রীর সম্মানহানি হয়নি সম্মানহানি হয়েছে সমস্ত মহিলাদের এই অভিযোগ তুলে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা এলাকার কাজল দাস নামের এক মহিলা দিলীপ ঘোষের বিরুদ্ধে দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
শনিবার দুর্গাপুর আদালতে মামলাটি ওঠে। অতিরিক্ত মুখ্য জেলা বিচারক অসীমানন্দ মন্ডলের এজলাসে হাজিরা দেন দিলীপ। তাঁর আইনজীবী বিচারকের সামনে পুরো ঘটনা তুলে ধরে জামিনের আর্জি জানান। সরকার পক্ষের আইনজীবী বিরোধিতা করেননি। বিচারক জামিন মঞ্জুর করেন। আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “আমি যেখানেই যাই সেখানেই মামলা দিয়ে স্বাগত জানানো হয় আমাকে। এখানেও আমার নামে মামলা হয়েছে। আমার নামে মামলা করে অনেকে বিখ্যাত হতে চায়। আমাকে আবার কষ্ট করে আদালতে আসতে হয়। নির্বাচন কমিশনের নোটিশ এসেছিল। তার জামিন নিতে এসেছিলাম। একবার হাজিরা দিতে হয়।”
তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ দিলীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছিলেন, “মহিলাদের অপমান করার শাস্তি পাচ্ছে দিলীপ ঘোষ।” এর জবাবে এদিন দিলীপ ঘোষ বলেন, “৪ জুনের পর দেখা যাবে কে শাস্তি পাবে। যার সাথে দলের লোক নেই সে ডায়লগ মারলে কে শুনবে।” পশ্চিমবঙ্গে ভোটে হিংসা প্রসঙ্গে তিনি বলেন, “গাজন হলে গাজনের বাজনা বাজে। পশ্চিমবঙ্গে নির্বাচন হলে গন্ডগোল হবেই। নির্বাচন কমিশন প্রথম থেকে কড়াকড়ি করছে। যারা গন্ডগোল করতো তারা অনাথ হয়ে যাবে। নির্বাচনের পরে তাদেরও থাকতে হবে। হিসাব হবে।” এরপর দলীয় কর্মী ও আইনজীবীদের নিয়ে আদালত সংলগ্ন একটি হোটেলে মধ্যাহ্নভোজ সারেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।