
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে দিলীপ ঘোষকে। তাঁকে শূন্য রানে আউট করার হুমকি দিয়েছেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। সোমবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের চতুরঙ্গ ময়দানে গীতাঞ্জলি আয়োজিত বসন্ত উৎসবে যোগ দিয়ে কীর্তি আজাদ বলেন, “উনি একবারের সাংসদ, একবারের বিধায়ক। কিন্তু আমি তিনবারের সাংসদ। শূণ্য রানে আউট করে বাড়ি পাঠাব।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
তিনি আরও বলেন, “বর্ধমান-দুর্গাপুরে তৃণমূল ৯৯% জিতে গিয়েছে। এক পার্সেন্ট জিততে সময়ের অপেক্ষা।” এই কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সোমবার বর্ধমান হয়ে দুর্গাপুরে প্রবেশ করেন। প্রথমে পূর্ব বর্ধমানের বিজেপির দলীয় কার্যালয়ে সংবর্ধনা জানানো হয়। তারপর বুদবুদ, পানাগর, এবং রাজবাঁধে মালা পরিয়ে পদ্ম ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় দিলীপ ঘোষকে। কীর্তি আজাদের ৯৯ শতাংশ জয় এই কেন্দ্রে তৃণমূল পেয়ে গিয়েছে, এই মন্তব্যের পাল্টা দিলীপ ঘোষ বলেন, উনি তৃণমূলও জানেন না বর্ধমানও জানেন না। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।