দুর্গাপুর, ৩০ এপ্রিল ২০২৪: তারস্বরে লাউডস্পিকার বাজিয়ে, টোটোতে পাঁচটি মাইক বেঁধে, ব্যাঞ্জো বাজিয়ে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ঘিঞ্জি বেনাচিতি বাজারে মঙ্গলবার সন্ধ্যায় প্রচার করলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বাজারের ভিতরেই বিজেপি কর্মীদের নাচতেও দেখে গেল।
চরম আওয়াজে বাজারে আসা অনেকেই অস্বস্তিতে পড়ে কানে আঙুল চাপলেন। ব্যাপক যানজট হয়। তৃণমূলের তরফে বিজেপির প্রতি ইঙ্গিত করে অসভ্য বলা হয়। তখনই তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমরা বক্স বাজাচ্ছি তো ওদের বাপের কি! চলে যাক বাংলাদেশে। বাংলাদেশে পাঠাবো এটা জেনে রাখুন। মহিলাদের উপর অত্যাচার করেছে ওরা। চার তারিখের পর চৌরাস্তায় কাপড় খুলবো ওদের।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এবিষয়ে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “যেভাবে ডিজে বাজিয়ে বেনাচিতি বাজারে প্রচার করেছেন বিজেপির প্রার্থী, তাতে অনেক দোকানদাররা অভিযোগ জানিয়েছেন। বিজেপির প্রার্থী যদি এমন অসভ্যতামি করেন, তাহলে দুর্গাপুরের মানুষও জবাব দিতে জানে। এর জন্য কিন্তু তৃণমূল দায়ী থাকবে না।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।