আমাকে নিয়ে লোকের সমস্যা, আমার কোনও সমস্যা নেই; কোন সমস্যার কথা বললেন দিলীপ ঘোষ?

আমাকে নিয়ে লোকের সমস্যা, আমার কোনও সমস্যা নেই; কোন সমস্যার কথা বললেন দিলীপ ঘোষ?
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বুধবার দুপুরে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোনের রাজেন্দ্রপ্রসাদ রোডের জগন্নাথ মন্দির দর্শনে যান দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু ঘোষ, দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই প্রমুখ। জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে দিলীপ ঘোষ মন্ত্রপাঠ করে স্নান করান। সস্ত্রীক দিলীপ ঘোষকে দেখে উচ্ছ্বাসে ভেসে যান মন্দিরে আসা ভক্তদের অনেকেই।

(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)

দীঘায় জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সব কিছু নিয়ে সমালোচনা হয়। তাতে কিছু যায় আসে না। ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে। আমি যাই, যাব। কোনও বাছবিচার, কার মন্দির, কে করেছে, কী রাজনীতি, ওসব ভাবি না। কিছু লোকের অসুবিধা হয়েছিল। তারা সমালোচনা করেছে। তবে, তাতে কিছু যায় আসে না। মুখ্যমন্ত্রী মন্দিরে এসেছিলেন। আমিও গিয়েছিলাম। মুখ্যমন্ত্রী আমাকে ডাকেন। আমি যাই। সৌজন্য সাক্ষাৎ করি। আমার কোনও সমস্যা নেই। আমাকে নিয়ে লোকের সমস্যা!”

 (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

Highlight
আমাকে নিয়ে লোকের সমস্যা, আমার কোনও সমস্যা নেই; কোন সমস্যার কথা বললেন দিলীপ ঘোষ?
News
আমাকে নিয়ে লোকের সমস্যা, আমার কোনও সমস্যা নেই; কোন সমস্যার কথা বললেন দিলীপ ঘোষ?
:
ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্ক আছে। আমি যাই, যাব। কোনও বাছবিচার, কার মন্দির, কে করেছে, কী রাজনীতি, ওসব ভাবি না। কিছু লোকের অসুবিধা হয়েছিল। তারা সমালোচনা করেছে। তবে, তাতে কিছু যায় আসে না।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!