দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৯ এপ্রিল ২০২৪: যারা বড় বড় কথা বলছে তারা হয় নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেবে না হয় পরে যোগ দেবে। আর, যাদের বাবা বলতো, কাকা বলতো তারা জেলে থাকবে। মঙ্গলবার দুর্গাপুরের চন্ডীদাস মার্কেটে চা চক্র থেকে এভাবেই তৃণমূলকে হুঁশিয়ারি দিলেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
তিনি ফুলঝোড়ে তাঁর চায়ে পে চর্চায় গোলমাল প্রসঙ্গে বলেন, আমরা চা খেলে অন্য লোকের কষ্ট হয়। ওরা চা খেলে লোক আসে না। ওরা চায়ের পয়সাও দেয় না। কংগ্রেস, সিপিএমের বাড়িতে তো ইডি, সিবিআই যায় না! আসলে তারা জানে কার বাড়িতে গেলে বান্ডিল বান্ডিল মাল উদ্ধার হবে। কেষ্ট মণ্ডল মাগুর মাছের ব্যবসা করত। আজ সাড়ে ৫০০ কোটির মালিক। শাহজাহান ৬০০ কোটির মালিক। ড্রাগসের কারবার, সোনা পাচার থেকে শুরু করে বাংলাদেশ থেকে রোহিঙ্গা এনে সারা দেশে পাচার করার মতো সব রকম অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ছিল শাহজাহান।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি বলেন, দিদিমনি দুদিন দুর্গাপুরে ছিলেন। সকালে উঠে খোঁজ নেন, কটা গেল? রোজ কেউ না কেউ ছেড়ে চলে যাচ্ছে। ৪ জুনের পরে বাকিরাও চলে যাবে। এমন পার্টি করেছেন, চোর ছাড়া কেউ থাকতে পারবে না। কীর্তি আজাদের উদ্দেশ্যে তাঁর কটাক্ষ, তৃণমূলের প্রার্থী দুদিন প্রচার করে ভাগলপুর চলে গিয়েছেন। গায়ে ব্যাথা হয়ে গিয়েছে। এবারের নির্বাচনে শুধু সিপিএম কংগ্রেস নয়, তৃণমূলের লোকেরাও বিজেপিকে ভোট দেবেন বলে দাবি করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)