প্রার্থী ঘোষণা হতে রাতেই মেতে উঠলেন দুর্গাপুরের বিজেপি কর্মী-সমর্থকরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৫ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণা হতেই পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে দেওয়াল লিখন, বাজি ফাটিয়ে, মিষ্টি বিতরণ করে হোলি খেলায় মেতে উঠলেন দলীয় কর্মী সমর্থকেরা। রবিবার রাতে দ্বিতীয় প্রার্থী তালিকায় বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে দিলীপ ঘোষের নাম ঘোষণা করা হয়।
ডিএসপি টাউনশিপের বিদ্যাপতি এলাকায় দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ লক্ষণ ঘড়ুইয়ের নেতৃত্বে শুরু হল দেওয়াল লিখন। যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হল মিষ্টি বিতরণের সঙ্গে রঙিন বাজি ফাটানো। পাশাপাশি, কাঁকসার মালানদিঘির বিভিন্ন প্রান্তেও শুরু হয় দেওয়ার লিখন। দুর্গাপুরের সঞ্জীব সরণী এলাকায় দেওয়ার লিখন করলেন বর্ধমান সাংগঠনিক জেলার বিজেপির সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ও।
বিধায়ক লক্ষণ ঘড়ুই দাবি করেন, দিলীপ ঘোষ প্রাক্তন রাজ্য সভাপতি এবং সর্বভারতীয় সহ-সভাপতির পদে থাকার জন্য দেশের বিভিন্ন প্রান্তে তিনি পরিচিত। রাজ্যের মানুষের সাথেও তার নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি জানান, বর্ধমান-দুর্গাপুরের মাটিতেও দিলীপ ঘোষ একসময় থাকতেন। সাইকেল চালিয়ে গ্রামে গ্রামে পৌঁছে যেতেন। এবার সেই দিলীপ ঘোষই বর্ধমান দুর্গাপুরের বিজেপির প্রার্থী। তিনি দুর্গাপুরে পৌঁছানোর আগেই দেওয়াল লিখন শুরু করেছেন মিছিল করে প্রচারও শুরু করেছেন। এলাকাবাসী রং মাখিয়ে হোলি খেলে রাতেই বসন্ত উৎসব শুরু করেছেন।
তৃণমূলের প্রার্থী ১৯৮৩ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার কীর্তি আজাদ। সিপিএমের প্রার্থী বর্ধমান মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডা: সুকৃতি ঘোষাল। তাদের সাথেই লড়াই করতে এবার নামছেন দিলীপ ঘোষ। তবে শেষ হাসি কে হাসেন সেটাই এখন দেখার। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।