দুর্গাপুর দর্পণ, ১১ জুন ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার অন্ডালের কাজী নজরুল ইসলাম এয়ারপোর্ট থেকে এবার বিমানে সরাসরি বাগডোগড়া, গুয়াহাটি, ভুবনেশ্বর যাওয়া যাবে। এতদিন এই বিমানবন্দর থেকে দিল্লি, চেন্নাই, মুম্বই, ব্যাঙ্গালুরু ও হায়দরাবাদের বিমান চলাচল করত। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে নতুন এই তিনটি রুট।
এয়ারপোর্ট ডিরেক্টর কৈলাস মন্ডল জানিয়েছেন, অন্ডাল থেকে সপ্তাহে ৭দিন ভুবনেশ্বর, ৪দিন বাগডোগড়া এবং ৩দিন গুয়াহাটির বিমান পরিষেবা চালু হবে ৩০ আগস্ট থেকে। ইন্ডিগো নতুন তিনটি রুটে বিমান চালাবে। এর ফলে একদিকে যেমন এই এলাকার সঙ্গে ওড়িশার সঙ্গে বিমান যোগাযোগ গড়ে উঠবে তেমনই উত্তর পূর্ব ভারতের সঙ্গেও সরাসরি যোগাযোগ তৈরি হবে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অন্যদিকে, অন্ডাল থেকে বাগডোগড়া রুটে বিমান পরিষেবা শুরু হলে উত্তরবঙ্গ ভ্রমণকারী পর্যটকদের বিশেষ সুবিধা হবে। কারণ, এই এলাকা থেকে উত্তরবঙ্গ যেতে গেলে ট্রেনে যেতে সময় ও চরম হ্যাপা পোহাতে হয়। নতুন এই রুটগুলি চালি হলে দুর্গাপুর, আসানসোল, বরাকর, চিত্তরঞ্জন, ঝাড়খন্ডের বিস্তীর্ণ এলাকার যাত্রীদের সুবিধা হবে।
অন্ডাল-ভুবনেশ্বর
ভুবনেশ্বর-সকাল ১১টা ১৫, অন্ডাল ১২ টা ৫৫ (সপ্তাহে ৭ দিন)। অন্ডাল বিকাল ৪টা ৩৫, ভুবনেশ্বর সন্ধ্যা ৬টা ১৫ (সোম, বুধ, শুক্র ও রবি)। অন্ডাল বিকাল ৫টা ১০, ভুবনেশ্বর সন্ধ্যা ৬টা ৫৫ (মঙ্গল, বৃহস্পতি, শনি)।
অন্ডাল-বাগডোগড়া
অন্ডাল দুপুর ১টা ১৫। বাগডোগড়া ২টা ২০ (সোম, বুধ, শুক্র ও রবি)। বাগডোগড়া দুপুর ২টা ৫৫। অন্ডাল ৪টা ৫০ (সোম, বুধ, শুক্র ও রবি)।
অন্ডাল-গুয়াহাটি
অন্ডাল দুপুর ১টা ১৫, গুয়াহাটি ২টা ৪০। (মঙ্গল, বৃহস্পতি, শনি)। গুয়াহাটি বিকাল ৩টা ১০, অন্ডাল ৪টা ৫০ (মঙ্গল, বৃহস্পতি, শনি)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।