দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আর জি করের নৃশংস ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে আউটডোর পরিষেবা বন্ধের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন। এর প্রভাব পড়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালের পরিষেবায়। বুধবার সকাল থেকেই দুর্গাপুর মহকুমা হাসপাতালের আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। সাংবাদিকদের দেখে নির্দিষ্ট সময়ের কয়েক ঘণ্টা পর আউটডোরের টিকিট কাউন্টার খুলতে দেখা যায়।
এদিন হাসপাতালে গিয়ে দেখা যায়, আউটডোর পুরোপুরি বন্ধ। রোগীরা আগাম খবর না পেয়ে ভিড় জমিয়েছেন আউটডোরে। কিন্তু দীর্ঘ অপেক্ষার পরেও পরিষেবা মেলেনি বলে অভিযোগ। চিকিৎসা করাতে আসা মানুষজন বলছেন, সকাল থেকে তাঁদের চরম সমস্যার মুখে পড়তে হয়েছে। চিকিৎসা করাতে আসা এক মহিলা প্রতিমা রায় বলেন, “গলায় সমস্যা নিয়ে চিকিৎসা করাতে এসেছিলাম। কিন্তু দেখলাম আউটডোর বন্ধ। চরম দুর্ভোগের মুখে পড়তে হয়েছে আমাদের। এখন কী করব সেটাই ভেবে পাচ্ছি না।”
যদিও পরিষেবা ব্যহত হওয়ার অভিযোগ প্রসঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল বলেন, “রোগীদের পরিষেবা দিয়েই আমাদের প্রতিবাদ চলছে। আউটডোর বন্ধ থাকলেও জরুরি বিভাগ চালু রয়েছে। জরুরী বিভাগেই আউটডোরে চিকিৎসা করাতে আসা রোগীদের পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।