September 28, 2023

শিল্পের সমাধানে জেলা শিবির হল সৃজনীতে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে মঙ্গলবার ক্ষুদ্র ও মাঝারি শিল্পের সমস্যার সমাধানে শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলাশাসক এস অরুণ প্রসাদ, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় প্রমুখ।

শিবিরে শিল্পের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। ব্যবসা করার জন্য কী কী সরকারি সুবিধা পাওয়া যায়, কীভাবে ঋণ পাওয়া যায়, উপস্থিত উৎসাহী বেকারদের এসব তথ্য জানানো হয়। ছিলেন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা। মন্ত্রী জানান, প্রথমে ব্লক স্তরে এবং পরে জেলা স্তরে এই শিবির করা হচ্ছে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি উদ্য়োগীদের খুব সুবিধা হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

error: Content is protected !!
%d bloggers like this: