Andal ব্লকের উন্নয়ন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, খতিয়ে দেখলেন জেলাশাসক

Andal ব্লকের উন্নয়ন ঠিক কোথায় দাঁড়িয়ে আছে, খতিয়ে দেখলেন জেলাশাসক
WhatsApp Group Join Now

 

দুর্গাপুর দর্পণ, অন্ডাল, ৮ আগস্ট ২০২৪: বিভিন্ন সরকারি প্রকল্পের রূপায়নে কতটা অগ্রনী ব্লক, তা খতিয়ে দেখতে বৈঠক করলেন জেলাশাসক। পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল ব্লকের কাজকর্ম খতিয়ে দেখলেন জেলাশাসক পোন্নাবলম এস। বৃহস্পতিবার অন্ডাল ব্লকে আয়োজিত বৈঠকে জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, অন্ডালের বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি, সহ-সভাপতি, জেলা পরিষদের সদস্য, আটটি পঞ্চায়েতের প্রধানরা।

( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

জেলা শাসক বলেন, “আজকের বৈঠকে মূলত পিএইচপি দফতরের কাজ নিয়েই বিশেষভাবে আলোচনা করা হলো।” পাশাপাশি, ব্লক ও পঞ্চায়েত স্তরে সরকারি সমস্ত প্রকল্পের উন্নয়ন নিয়ে আলোচনা হয়। বিভিন্ন জায়গায় জল স্বপ্ন প্রকল্পের জল সরবরাহের জন্য পাইপলাইন বসানোর জন্য রাস্তার পাশে গর্ত  খোঁড়া হয়েছে। বহু জায়গা থেকে এই অভিযোগ এসেছে। দুর্গাপুজোর আগেই এই সমস্যা মেটানোর জন্য পিএইচই দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেন জেলাশাসক। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!