দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলা প্রিমিয়ার ভলিবল লিগের আয়োজন করবে দুর্গাপুর ভলিবল অ্যাকাডেমি। ডিএসপি টাউনশিপের এ-জোনের হর্ষবর্ধন রোডে অ্যাকাডেমির মাঠে লিগের ম্যাচ আয়োজিত হবে। ১৬-১৭ নভেম্বর আয়োজিত এই লিগে অংশ নিচ্ছে জেলার মোট ৬টি ফ্রান্চাইজি দল। সোমবার নিলাম আয়োজিত হয়। এদিন ৫টি দলের নিলাম শেষ হয়েছে। দুর্গাপুরের দুটি, আসানসোল, রানিগঞ্জ ও বার্নপুরের একটি করে দল তৈরি হয়ে গিয়েছে এদিন। যে সব খেলোয়াড়রা অবিক্রিত রয়ে গিয়েছেন তাঁদের নিয়ে ষষ্ঠ দলটি গঠন করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
Highlight
News
দুর্গাপুরে জেলা প্রিমিয়ার ভলিবল লিগ, হল নিলাম
:
ডিএসপি টাউনশিপের এ-জোনের হর্ষবর্ধন রোডে অ্যাকাডেমির মাঠে লিগের ম্যাচ আয়োজিত হবে। ১৬-১৭ নভেম্বর আয়োজিত এই লিগে অংশ নিচ্ছে জেলার মোট ৬টি ফ্রান্চাইজি দল।
Published by
Arpita Majumder
Publisher
Durgapur Darpan
WhatsApp Group
Join Now