ভোটের আগে ত্রিকোণ প্রেমের অভিযোগে কিছুটা হলেও কী চাপে থাকবেন সৌমিত্র খাঁ

দুর্গাপুর দর্পণ, বাঁকুড়া, ফেব্রুয়ারি ২০২৩: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল তাঁদের দাম্পত্যে ত্রিকোণ প্রেমের অভিযোগ তুললেন।

শুক্রবার বাঁকুড়া (Bankura) জেলা আদালতে বিবাহ বিচ্ছেদের (Divorce case) মামলার হাজিরা দিতে এসেছিলেন তৃণমূল নেত্রী সুজাতা মণ্ডল ও সৌমিত্র খাঁ। আদালত চত্বরে সুজাতা ত্রিকোণ প্রেমের অভিযোগ করেন। সৌমিত্র খাঁ অবশ্য এই অভিযোগ মানতে নারাজ।

সুজাতা এদিন অভিযোগ করেন, অন্য মহিলার সঙ্গে স্বামীর সম্পর্কের কথা জেনে ফেলায়, তিনি হুমকি ও নির্যাতনের শিকার হন। তিনি আরও দাবি করেন, স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই তাদের দাম্পত্যে ফাটল ধরেছে। সৌমিত্র জানান, তিনি মানুষের কাজ করেন, এই অভিযাগ নিয়ে তিনি ভাবেন না।

উল্লেখ্য, গত বিধানসভা ভোটের আগে সৌমিত্র-সুজাতার সম্পর্কে চিড় ধরে। সুজাতা তৃণমূলে যোগ দেন। সাংবাদিক বৈঠকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায় সৌমিত্র খাঁকে। তারপরই সৌমিত্র বিবাহ বিচ্ছেদের কথা ঘোষণা করেন।

পঞ্চায়েতে ভোটের আগে সুজাতার এই ত্রিকোন প্রেমের অভিযোগ কী প্রভাব ফেলবে রাজনীতিতে? প্রসঙ্গত, ২০১৯ লোকসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপি যোগ দেয় সৌমিত্র। আদালতের নিষেধাজ্ঞায় নিজের নির্বাচনী কেন্দ্র ঢুকতে না পারায়, স্বামীর হয়ে শক্ত হাতে প্রচার সেরেছিলেন সুজাতাই। এবং নিবার্চনে জয় লাভও করেন সৌমিত্র।

সেই সুজাতার এই অভিযোগে কী কিছুটা হলেও চাপ বাড়বে সৌমিত্রর ! উত্তর খুঁজছেন অনেকেই।

Related Post