দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মম ঘটনায় তোলপাড় সারা দেশ। সঠিক বিচারের দাবিতে চিকিৎসকদের আন্দোলন জোরদার হচ্ছে। আন্দোলনে যোগ দিচ্ছেন সমাজের সব স্তরের মানুষ। সারা দেশে এই আন্দোলন ছড়িয়ে পড়েছে। বুধবার বিকালে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার নেতৃত্বে মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানালেন চিকিৎসকরা।
দুর্গাপুরের শত শত চিকিৎসক মোমবাতি মিছিল করে প্রতিবাদ জানান। একটি শপিং মলের সামনে তাঁরা জমায়েত করেন। সবার দাবি, দোষীদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিতে হবে। সকল চিকিৎসকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। তাঁরা জানান, যতদিন না এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের সবাইকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি না দেওয়া হচ্ছে, ততদিন আন্দোলন চলবে।
প্রতিবাদে সামিল হয়ে দুর্গাপুরের মিশন হাসপাতালের চিকিৎসক দীপান্বিতা সেন বলেন, “সমাজের বুকে অবক্ষয়ের চিত্র। একজন চিকিৎসক তরুনীকে নির্মমভাবে ধর্ষণ করে খুনের পর আমারও আতঙ্কিত। ওই নির্মম ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নিক প্রশাসন। যতদিন বিচার হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।”
মিছিল শেষে চিকিৎসকেরা মহকুমাশাসকের দফতরে যান স্মারকলিপি দিতে। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় নিজেই দফতর থেকে বেরিয়ে আসেন। স্মারকলিপি গ্রহণ করার পরে তিনি জানান, চিকিৎসকদের সাত দফা দাবির বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন। তিনি চিকিৎসকদের কাজে ফেরার আবেদন জানান। একই সঙ্গে তিনি দুর্গাপুরের সব হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রিভিউ মিটিং করার প্রস্তাব দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।