দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৬ জুলাই ২০২৪: পেটে ব্যথা ও পেট ফুলে যাওয়ার সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন সরকারি হাসপাতালে। চিকিৎসকেরা পরীক্ষা করে দেখেন, পেটের ভিতরে বড় টিউমার হয়েছে যা খুব দ্রুত ক্যান্সারে রূপ নিতে পারে। আর দেরি করেননি চিকিৎসকেরা। সঙ্গে সঙ্গে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন তাঁরা। বের হয় ৮ কেজি ওজনের টিউমার। সরকারি হাসপাতালের এমন সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন সবাই।
পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে সোমবার ভর্তি হয়েছিলেন গোপালমাঠের এক মহিলা। ডাঃ নীলাদ্রি সেনের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচার করেন। ডাঃ নীলাদ্রি সেন জানান, ৩৬ সপ্তাহের গর্ভবতী মহিলাকে যেমন দেখতে লাগে তাঁকে দেখে তেমন মনে হচ্ছিল। পরীক্ষা নীরিক্ষা করার পরে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।
তবে টিউমারটি যে এত বড় তা অস্ত্রোপচারের পরে বের করে নিশ্চিত হন চিকিৎসকেরা। টিউমারটি জরায়ু ও খাদ্যনালীর সঙ্গে পেঁচিয়ে ছিল। হাসপাতাল সুপার ধীমান মন্ডল বলেন, সরকারি হাসপাতালের পরিকাঠামো অনেক উন্নত হয়েছে। এমন সফল অস্ত্রোপচারে মানুষের আস্থা আরও বাড়ছে। ডাঃ নীলাদ্রি সেন বরাবরই ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করে থাকেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।