দুর্গাপুর দর্পণ, ১২ মে ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার কবিতীর্থ চুরুলিয়ায় সাড়ম্বড়ে পালিত হল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩ তম জন্মজয়ন্তী। চুরুলিয়া দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশন এর উদ্যোগে সকালে বর্ণাঢ্য প্রভাতফেরি বের হয়। অংশ নেন সংস্থার প্রধান উপদেষ্টা কাজী রেজাউল করিম, কাজী নুরুল হোসেন, কাজী আলী রেজা প্রমুখ। এছাড়াও ছিলেন চুরুলিয়া, চিত্তরঞ্জন, আসানসোল, জামুড়িয়া, দুর্গাপুর প্রভৃতি এলাকার কবি-শিল্পী-সাহিত্যিক সহ বহু সাধারণ মানুষ। পুষ্পার্ঘ্য প্রদান করা হয় কবি কাজী নজরুল ইসলাম ও কবি পত্নী প্রমিলা দেবীর সমাধিক্ষেত্রেও।
কবিগুরুর জন্মোৎসবের অনুষ্ঠান সকাল ও অপরাহ্ন, দুই ভাগে ভাগ করে পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি ইত্যাদি পরিবেশনে অংশগ্রহণ করেন ৮০ জন শিল্পী। দুর্গাপুর কর্ণফুলী, কবি জহর মিশ্র, কবি অপর্ণা দেঘরিয়া, শিল্পী ঋতুকণা ভৌমিক, রীনা রায়, কল্লোল কাজী সহ রবিকিরণ ও অন্যান্য সংস্থার শিল্পীরা। উপস্থিত ছিলেন অনুষ্ঠানের পরিচালক তথা ফাউন্ডেশন-এর সম্পাদক সোনালী কাজী, রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত, ডঃ প্রদীপ কুমার দত্ত প্রমুখ।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।