ডিপিএল টাউনশিপে ৫ দিন ধরে বন্ধ বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহের কাজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মনিটরিং অফিসারের বিরুদ্ধে অতিরিক্ত খবরদারির অভিযোগ তুলে বর্জ্য সংগ্রহের কাজ বন্ধ করে দিয়েছেন সাফাই কর্মীরা। ৫ দিন ধরে জমছে বর্জ্য। এমন পরিস্থিতি পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে। সাফাই কর্মীদের অভিযোগ, সমস্যার জট কাটাতে কয়েকবার বিষয়টি নগর নিগমকে জানানো হয়েছে। কিন্তু কাজ হয়নি। প্রতিবাদে তাঁরা কাজ বন্ধ করে দিয়েছেন। দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নগর নিগম।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
এর ফলে ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ পাঁচদিন ধরে বন্ধ রয়েছে। বিক্ষোভও করছেন সাফাই কর্মীরী। তাঁদের একজন ভোলা ঘোষ বলেন, “আমাদের সুপারভাইজার আমাদের উপর মানসিকভাবে অত্যাচার করে। আমাদের কেউ অসুস্থ হলেও আমাদের ছাড়া হয় না। দু’বছর ধরে আমরা সমস্যার মুখে। দ্রুত আমরা ওনার বদলি চাইছি।” প্রশাসকমন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব বলেন, “একটা সমস্যা হয়েছে শুনেছি। দ্রুত যাতে এই সমস্যার সমাধান হয় সেই ব্যবস্থা করব।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
