দুর্গাপুর দর্পণ, ৬ জুন ২০২৪: বুধবার গাছ লাগিয়ে প্রকৃতি বাঁচানোর ডাক দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের Dr. B C Roy Engineering College। এদিন কলেজের এনএসএস এবং এনসিসি বিভাগ কলেজ চত্বর এবং সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে। পরিবেশের প্রতি কলেজের নিবিড় দায়বদ্ধতার নজির হিসাবে শুধু বৃক্ষরোপণ নয়, এই সমস্ত গাছকে বড় করে তোলার দায়িত্বও নিয়ে থাকেন কলেজ কর্তৃপক্ষ। প্রসঙ্গত, পরিবেশ রক্ষায় বরাবর এই কলেজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে। কলেজ কর্তৃপক্ষ, ফ্যাকাল্টি ও শিক্ষার্থীরা এক যোগে এ বিষয়ে কাজ করে থাকেন।
বুধবার বৃক্ষরোপণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Dr. B. C. Roy Society এর সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নেল সিং, মুখ্য পরামর্শদাতা অধ্যাপক সৈকত মৈত্র, BCREC এর সহকারী অধ্যক্ষ অধ্যাপক কে এম হোসেন এবং রেজিস্ট্রার অধ্যাপক অরিন্দম মন্ডল। এছা়ড়াও ছিলেন কলেজের বিভিন্ন বিভাগের প্রধান এবং কলেজের অন্যান্য আধিকারিকেরা। এদিন দেবদারু, বকুল, করঞ্জা গাছের মোট ৩১টি চারা রোপণ করা হয়। সবুজ ক্যাম্পাস গড়ে তোলায় বরাবরের মতো এদিনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কলেজের এনএসএস এবং এনসিসি বিভাগ। CSE বিভাগের বি-টেক ষষ্ঠ সেমেস্টারের পড়ুয়া সৌভিক চৌধুরী ও সৌম্যজিৎ কোনারের নেতৃত্বে ফটোগ্রাফি টিম অনুষ্ঠান সাফল্যমন্ডিত করে তুলতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তিনি জানান, চারাগাছ রক্ষা করার দায়িত্ব সবার। গাছগুলির উপযুক্ত দেখভালের আশ্বাস দেন জার্নেল সিং। অধ্যাপক সৈকত মৈত্র এই কর্মসূচীর জন্য কলেজের এনসিসি ও এনএসএস বিভাগের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি প্রকৃতি ও পরিবেশের স্বার্থে এই ধরণের কর্মসূচী আরও আয়োজনের আহ্বান জানান। কলেজ সূত্রে জানা গিয়েছে, চারা গাছগুলি যাতে গবাদি পশু খেয়ে ফেলতে না পারে বা কেউ ভেঙে দিতে না পারে সেজন্য তার জালি দিয়ে ঘেরার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে, এদিনই কলেজের নিবেদিতা গার্লস হস্টেল চত্বরের সামনের ক্যাম্পাসে হস্টেলের সুপার তথা অধ্যাপক কেকা হাজরা মেট্রনদের সঙ্গে নিয়ে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন। প্রায় ২০জন ছাত্রী ওই কর্মসূচীতে যোগ দেন।
কলেজের জনসংযোগ বিভাগের সবাইকে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীতে যোগ দেন বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক, সিনিয়র ম্যানেজার সৌভিক চন্দ্র। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেন, “প্রকৃতির সঙ্গে মানুষের যোগসূত্র অটুট থাকতে হবে। তবেই মানুষ সুস্থ ও স্বাভাবিক জীবন যাপন করতে পারবেন। তাই পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।