ক্রীড়াক্ষেত্রের ৬ উজ্জ্বল নক্ষত্রকে সংবর্ধনা দিল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ

ক্রীড়াক্ষেত্রের ৬ উজ্জ্বল নক্ষত্রকে সংবর্ধনা দিল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের রজত জয়ন্তী বর্ষ উপলক্ষে বুধবার দুপুরে ‘সর্বোত্তম নাগরিক সম্মান’ প্রদান করা হয় ৬ জন বিশিষ্ট ক্রীড়াবিদকে। দুলাল মিত্র প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা দেওয়া হয় অলিম্পিক স্বর্ণপদকজয়ী অর্জুন পুরস্কারপ্রাপ্ত ভারতীয় জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক গুরবক্স সিং, কিংবদন্তি ভারতীয় ফুটবলার তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত সুব্রত ভট্টাচার্য, ভারতীয় মহিলা জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক, পদ্মশ্রী তথা অর্জুন পুরস্কারপ্রাপ্ত ঝুলন গোস্বামী, খ্যাতনামা তিরন্দাজ অর্জুন পুরস্কারপ্রাপ্ত দোলা ব্যানার্জি, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেপ্টাথেলন ক্রীড়াবিদ অর্জুন পুরস্কারপ্রাপ্ত সোমা বিশ্বাস এবং তেনজিং নোরগে জাতীয় অ্যাডভেঞ্চার পুরস্কারপ্রাপ্ত সাঁতারু সায়নী দাসকে।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

এদিন শুরুতে ক্যাম্পাসের ভিতরে খেলার মাঠের কাছে নেতাজি সুভাষ চন্দ্র বসুর আবক্ষ মূর্তি উন্মোচন করেন পদ্মশ্রী ঝুলন গোস্বামী। উপস্থিত ছিলেন বাকি ৫ ক্রীড়াবিদও। এরপর দুলাল মিত্র প্রেক্ষাগৃহে তাঁদের সংবর্ধনা অনুষ্ঠান হয়। কলেজের অধ্যক্ষ ড: সঞ্জয় এস পাওয়ার উদ্বোধনী বক্তব্য রাখেন। ডাঃ বি সি রায় সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য, কোষাধ্যক্ষ জার্নাল সিং , সোসাইটির মুখ্য উপদেষ্টা অধ্যাপক সৈকত মৈত্র, সোসাইটির আরও চারটি কলেজের অধ্যক্ষ সহ সোসাইটির অন্যান্য সদস্যেরা ছয় ক্রীড়াবিদকে সংবর্ধনা দেন এবং তাঁদের হাতে মানপত্র তুলে দেন। তাঁরা প্রত্যেকেই পড়াশুনার পাশাপাশি কলেজের ছাত্র ছাত্রীদের খেলাধুলায় যুক্ত থাকার পরামর্শ দেন। খেলাধুলা করলে পড়াশোনায় মন সংযোগ বাড়ে বলে জানান তাঁরা।

বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেদের অদম্য লড়াইয়ে অটুট থেকে তাঁরা কেউ হাল ছাড়েননি বলেই তাঁরা সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছেন, এমনটাই জানান ছয় ক্রীড়াবিদ। সায়নী দাস সম্প্রতি মাত্র ৩ ঘন্টা ৫১ মিনিটে জিব্রাল্টার অতিক্রম করে এশিয়া মহাদেশের মধ্যে প্রথম মহিলা হিসাবে রেকর্ড গড়েছেন। তিনি জানান, জিব্রাল্টার অভিযানের আংশিক খরচ বহন করেছেন কলেজ কর্তৃপক্ষ। তিনি জানান, তাঁর পরবর্তী লক্ষ্য, জাপানের সুগারু অতিক্রম করা। তাহলেই সপ্তসিন্ধু জয় করার কৃতিত্ব চলে আসবে হাতের মুঠোয়। তিনি বলেন, “পড়াশোনার পাশাপাশি খেলাধুলো করলে শৃঙ্খলা বোধ বাড়ে, মনোসংযোগ বাড়ে। আখেরে লাভ হয়।”

সায়নীর একের পর এক ষষ্ঠসিন্ধু জয়ের জন্য শুভেচ্ছা জানানোর পাশাপাশি সপ্তসিন্ধু জয়ের জন্য শুভকামনা জানিয়েছেন দোলা ব্যানার্জি। তিনি বলেন, “হেরে গিয়ে আবার ঘুরে দাঁড়ানো এবং না পেয়েও বেঁচে থাকার রসদ নিতে শেখায় খেলাধুলো।” যে ভাবে বিপদসংকুল সমুদ্রের মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সায়নী এগিয়ে চলেছেন, সেটা সকলের অনুপ্রেরণা বলে জানান ঝুলন গোস্বামী। গুরবক্স সিং জানান, অলিম্পিকে সোনা আনতে হলে দেশের সরকারের তরফ থেকে দীর্ঘ দিন আগে থেকে প্রস্তুতি নিতে হয়। ফুটবলার সুব্রত ভট্টাচার্য স্বামী বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করে ছাত্রছাত্রীদের বলেন, “ফুটবল খেললে ঈশ্বর প্রাপ্তি হয়।” সোমা বিশ্বাস ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করে বলেন, “ক্রীড়াক্ষেত্র থেকেও আমরা সফল। তোমরাও পারবে।” সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য বলেন , “বিশ্বের কাছে যাঁরা ভারতবর্ষের নাম শিখরে তুলেছেন তাঁদের সম্মান জানাতে পেরে আমরা নিজেরা গর্ব বোধ করছি। এই সমস্ত মানুষের মুখ থেকে যে লড়াইয়ের কাহিনী আমরা শুনলাম, প্রত্যেকেই আমরা অভিভূত।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

লিভার নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন?

Highlight
ক্রীড়াক্ষেত্রের ৬ উজ্জ্বল নক্ষত্রকে সংবর্ধনা দিল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
News
ক্রীড়াক্ষেত্রের ৬ উজ্জ্বল নক্ষত্রকে সংবর্ধনা দিল ডাঃ বি সি রায় ইঞ্জিনিয়ারিং কলেজ
:
বিভিন্ন ক্ষেত্রে প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও নিজেদের অদম্য লড়াইয়ে অটুট থেকে তাঁরা কেউ হাল ছাড়েননি বলেই তাঁরা সাফল্যের শিখরে পৌঁছাতে পেরেছেন।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!