উচ্চমাধ্যমিকের পশ্চিম বর্ধমান জেলার যুগ্ম আহ্বায়ক নিযুক্ত হলেন ডঃ কালিমুল হক

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ২০২৬ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার যুগ্ম আহ্বায়ক নিযুক্ত হলেন নেপালি পাড়া হিন্দি হাই স্কুল (উচ্চ মাধ্যমিক) এর প্রধান শিক্ষক ডঃ কালিমুল হক। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের স্বাক্ষরিত নিয়োগপত্র তাঁর হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়া গান্ধী প্রসাদ নুনিয়াকে অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বলে সংসদ সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য, একাদশ ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা এবার সেমিস্টার পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। তৃতীয় সেমিস্টারের পরীক্ষা হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এবং চতুর্থ সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
ডঃ কালিমুল হক ২০১৭ সাল থেকে দুর্গাপুর মহকুমায় যুগ্ম আহ্বায়ক হিসেবে সফলভাবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিচালনার দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অভিজ্ঞতা ও দক্ষতাকে মান্যতা দিয়ে এবার পুরো পশ্চিম বর্ধমান জেলার দায়িত্ব তাঁর উপর অর্পণ করা হয়েছে। তাঁকে সহযোগিতা করবেন অতিরিক্ত যুগ্ম আহ্বায়ক গান্ধী প্রসাদ নুনিয়া। ডঃ কালিমুল হক ২০১৯ সালে তিনি মুখ্যমন্ত্রীর হাত থেকে ‘শিক্ষা রত্ন’ এবং ২০২০ সালে রাষ্ট্রপতির হাত থেকে ‘জাতীয় শিক্ষক পুরস্কার’ লাভ করেন। সবাইকে সঙ্গে নিয়ে সফল ও সুষ্ঠ ভাবে পরীক্ষাপ্রক্রিয়া সম্পন্ন করার প্রচেষ্টা করবেন বলে জানান তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

