দুর্গাপুর দর্পণ, ১ জুলাই ২০২৪: একজনের বাইকের পিছনে চেপে পৌঁছে গেলেন তিনি একটি মন্দিরের সামনে। তাঁর অপেক্ষায় তখন সেখানে বসে পাড়ার সবাই। বিশেষ করে সেই দলে রয়েছেন দুঃস্থরা যাঁদের নিজেদের আর্থিক সামর্থ্য নেই ডাক্তার দেখানোর। তাঁদের জন্য ভরসা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ইএসআই হাসপাতালের চিকিৎসক। সোমবার ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্মদিনে চিকিৎসক দিবসে তিনি রোগী দেখলেন দুর্গাপুরের আড়া মোড়ে।
তিনি বরাবর গরিবদের বিনামূল্যে চিকিৎসা করেন। আর্থিক সংকটে বহু মানুষকে চিকিৎসার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়তে হয়। তা দেখেই তিনি ঠিক করেছিলেন, গরিবদের পাশে দাঁড়াবেন। চিকিৎসক দিবসের দিনেও দুর্গাপুরের আড়া মোড়ে গরিবদের পাশেই তাঁকে দেখা গেল। শিশু থেকে বয়স্ক, সবার চিকিৎসা করলেন তিনি। চিকিৎসার পরে ওষুধও দেওয়া হয় তাদের হাতে। ছেলেকে নিয়ে চিকিৎসা করাতে এসে রাখি কর্মকার বলেন, “আমাদের মত মানুষের জন্য তিনিই সহায়। শুধু আজকেই নয়, মাঝেমধ্যেই আমাদের চিকিৎসা করেন। অনেক সময় এলাকার বহু পড়ুয়ার হাতে পড়াশোনার সামগ্রীও তুলে দেন। নিয়মিত খেয়াল রাখেন শিশুদের। যখনই সময় পান তখনই চলে আসেন আমাদের পাড়ায়।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডাঃ উদয়ন চৌধুরী বলেন, “প্রতিবছরই প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাঃ বিধানচন্দ্র রায়ের জন্ম এবং প্রয়াণ দিবসে নানান অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এলাকার মানুষদের পাশেও একটু আলাদাভাবে দাঁড়ানোর চেষ্টা করি। আমি ভেবেছিলাম, গরিবদের জন্য কিছু করব। তাই আমি সময় পেলেই চলে আসি আড়া এলাকায় ছোট ছোট শিশুদের, প্রৌঢ়-প্রৌঢ়াদের মাঝে। ওদের সাথে মিশে আনন্দ খুঁজে নিই।”
Bharatiya Nyaya Sanhita: নতুন আইনে দিল্লিতে হল প্রথম FIR, বিদায় IPC, চালু হল ভারতীয় ন্যায় সংহিতা
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।