দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ এপ্রিল ২০২৪: পরিবেশ বাঁচাতে উৎসেই বর্জ্য পৃথককরণ বিষয়ে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হল পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে। দুর্গাপুর সাব ডিভিশনাল স্পোর্টস এন্ড কালচারাল ক্লাবস কোঅর্ডিনেশন সোসাইটি ও শিল্পীদের সংগঠন সিক্সথ ডাইমেনশন এর উদ্যোগে এবং নেহেরু যুব কেন্দ্র দুর্গাপুর ও সুইচ অন ফাউন্ডেশনের সহযোগিতায় রবিবার বিকাল ৫টা থেকে রাত্রি ৭টা পর্যন্ত ডিএসপি টাউনশিপের বিজোন এডিসন রোডের সবুজ সংঘ প্রাঙ্গণে পোস্টার নির্মান ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
মোট ৪টি বিভাগ (শিশু থেকে সর্বসাধারণ) মিলিয়ে ৯৩ জন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিটি বিভাগের সফল ৩জন করে প্রতিযোগীদের পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের সূচনা করেন চিত্রকর অমল গড়াই। উপস্থিত ছিলেন পরিবেশ ও রক্তদান আন্দোলনের নেতৃত্ব কবি ঘোষ, সিক্সথ ডাইমেনশন এর যুগ্ম সম্পাদক দেবব্রত চৌধুরী, হিমাংশু বিশ্বাস প্রমুখ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।