তীব্র জল সঙ্কট, বিক্ষোভ বিজেপির

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তীব্র দাবদাহে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের বিভিন্ন জায়গায় শুরু হয়েছে পানীয় জলের সংকট।ব্যবস্থা নিচ্ছে না নগর নিগম। ব্যাহত নাগরিক পরিষেবা। এই অভিযোগে দুর্গাপুরের তিন নম্বর বরো অফিস ঘেরাও করে বিক্ষোভে বিজেপি।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তিন নম্বর মন্ডলের সভাপতি বুদ্ধদেব মন্ডল, জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্তের নেতৃত্বে এদিনের বিক্ষোভ চলে। বিজেপি নেতৃত্বের অভিযোগ, “২০২২ সালে দুর্গাপুর নগর নিগমের মেয়াদ শেষ হয়েছে। তারপর থেকে নাগরিক পরিষেবা বেহাল। কোথাও মিলছে না পানীয় জল কোথাও আবার পথবাতির সমস্যা রয়েছে।” তাঁরা আরও জানান, অনেক বিজেপি কর্মী সমর্থকদের পরিষেবা দেওয়া হচ্ছে না। পুরভোট না হওয়ায় কাউন্সিলরহীন দুর্গাপুর নগর নিগম। তাই শংসাপত্র পেতেও চরম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে এলাকার মানুষদের।
এইসব অভিযোগে এদিন স্মারকলিপি জমা দেয় বিজেপি। জেলা সহ-সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, দ্রুত ব্যবস্থা গ্রহণ না হলে বৃহত্তর আন্দোলন হবে। যে যে এলাকায় সমস্যা রয়েছে সেই সমস্যাগুলি সমাধান করা হবে বলে আশ্বাস দেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্য ধর্মেন্দ্র যাদব।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)

