দুর্গাপুর দর্পণ, ২৪ জুন ২০২৪: দাঁড়িয়ে থাকা গাড়িতে বেপরোয়া গতিতে ধাক্বা মারল পুলকার। গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে পুলকার চালককে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডালের দক্ষিণখন্ড এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে দুর্ঘটনাটি ঘটে। দক্ষিণখন্ডে পেট্রল পাম্পের সামনে দাঁড়িয়ে ছিল একটি চার চাকার গাড়ি। প্রচন্ড গতিসম্পন্ন একটি পুলকার আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ওই গাড়িতে ধাক্কা মারে। গুরুতর জখম হন পুলকারের চালক চন্দন ভান্ডারী(২৯)। স্থানীয়রা উদ্ধার করে তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
সেখানে চিকিৎসকরা চন্দনকে মৃত বলে ঘোষণা করেন। চন্দন ওই এলাকারই বাসিন্দা। এই ঘটনাকে ঘিরে শোকস্তব্ধ গোটা এলাকা। পুলিশ দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নিয়ে যায় থানায়। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল। পুলিশের তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি। দুর্ঘটনার সময় পুলকারে কোনও পড়ুয়া ছিল না। তা নাহলে আরও বিপদ বাড়ত। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।