দুর্গাপুর দর্পণ, ৩ জুলাই ২০২৪: ট্রাকের বাইরে ঝুলছে চালকের দেহ, ভেতরে চলছে হিন্দি গান, ব্যাপক চাঞ্চল্য পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার পানাগড়ে। জানা গিয়েছে মৃত চালকের নাম কৃষ্ণকুমার যাদব (৩৫)। উত্তরপ্রদেশের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে পানাগড় গ্রাম সংলগ্ন এলাকায় একটি ট্রাক দাঁড়িয়েছিল।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
পুলিশের টহলদার গাড়ি তখন ওই এলাকা দিয়ে যাচ্ছিল। কর্তব্যরত পুলিশ কর্মীরা দেখেন, ট্রাকের বাইরে চালকের দেহ ঝুলছে। ভেতরে বাজছে হিন্দি গান। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়। ট্রাকটিকে উদ্ধার করে পুলিশ নিয়ে যায় কাঁকসা থানায়। কী কারণে মৃত্যু হয়েছে চালকের, পুরো ঘটনা খতিয়ে দেখছে কাঁকসা থানার পুলিশ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।