মশাগ্রাম স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম সঞ্জীব কুমার

দুর্গাপুর দর্পণ, বর্ধমান, ১৭ সেপ্টেম্বর ২০২৩: পূর্ব বর্ধমান (Purba Bardhaman) জেলায় অবস্থিত মশাগ্রাম স্টেশনটি হাওড়া-বর্ধমান কর্ড লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। বাঁকুড়া-মশাগ্রাম লাইন বাঁকুড়া (Bankura) শহরকে মশাগ্রামের সঙ্গে যুক্ত করে। রবিবার মশাগ্রাম স্টেশন পরিদর্শন করলেন ডিআরএম সঞ্জীব কুমার। ছিলেন রেলের অন্যান্য আধিকারিকেরাও।
আরও পড়ুন- পিএম বিশ্বকর্মা প্রকল্পের উদ্বোধনে এ কাদের সম্বর্ধনা দেওয়া হল? সমালোচনা তুঙ্গে
হাওড়া-বর্ধমান কর্ড লাইন এবং বাঁকুড়া-মশাগ্রাম শাখা লাইনের মধ্যে সংযোগ লাইন নির্মাণের পরে, যাত্রীদের আর বাঁকুড়া রুটের জন্য ট্রেন পরিবর্তন করতে হবে না। ভবিষ্যতে, হাওড়া থেকে বাঁকুড়া পর্যন্ত নতুন সরাসরি ট্রেন পরিষেবা চালু করা সম্ভব হবে, যা যাত্রীদের সময় এবং অর্থ সাশ্রয় করবে। এই রেললাইনটি নির্মাণের ফলে মশাগ্রাম একটি জংশন স্টেশনে পরিণত হবে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।