দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ অক্টোবর ২০২৩: রাষ্ট্রায়ত্ত কারখানা পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর ইস্পাত (ডিএসপি) কর্তৃপক্ষ ফের পাঁচিল দিতে এসে স্থানীয়দের বাধার মুখে পড়ে ফিরে গেলেন। শুক্রবার গোপালমাঠ সংলগ্ন বনগ্রাম এলাকায় ঘটনাটি ঘটে। কারখানা সম্প্রসারণের জন্য বৃহস্পতিবার সকালে জায়গা পাঁচিল দিয়ে ঘেরার কাজ শুরু হয়। তখনই গোপালমাঠ ও বনগ্রাম এলাকার লোকজন বাধা দেন।
আজ সকালে কাজ করতে এলে গোপালমাঠ ভূমি রক্ষা কমিটির নেতৃত্বে স্থানীয়দের ব্যাপক প্রতিরোধের মুখে পড়ে ডিএসপির আধিকারিকেরা ফিরে যেতে বাধ্য হন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কারখানার জন্য তাঁদের কেউ কেউ জমিও দিয়েছেন। তাই কোনওভাবেই কাউকে উচ্ছেদ করা যাবে না। ডিএসপির নগর প্রশাসনিক বিভাগের আধিকারিক প্রিয়ব্রত বটব্যাল জানান, কাজ করতে গিয়ে বাধার মুখে পড়েন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।