দুর্গাপুর: দুর্গাপুরের ফুলঝোড়ের Dr. B. C. Roy Engineering College এর ২৫ বছর পূর্তি উপলক্ষে বছরভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। গত ২৭ সেপ্টেম্বর কলেজের দুলাল মিত্র প্রেক্ষাগৃহে ইঞ্জিনিয়ারিংয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের নিয়ে ‘বিকশিত ভারত’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়।
SAIL (DSP – ISP) এর সঙ্গে Academia – Industry যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন DSP/ISP ডিরেক্টর ইন চার্জ বিপি সিং। এছাড়া উপস্থিত ছিলেন ডিএসপির CGM (A & I, ELECT, C & IT) ওপি ওঝা, CGM (F & A) পিভিএসইউ মহেশ, CGM (I/C M & U) এসকে সিংহ, CGM(S & FS) ডি সেনগুপ্ত, CGM (L & D) এসকে গুপ্ত, CGM(M&S) পি সাজিথ প্রমুখ।
কলেজ সোসাইটির সাধারণ সম্পাদক তরুণ ভট্টাচার্য এবং মুখ্য পরামর্শদাতা ড. সৈকত মৈত্র যথাক্রমে উত্তরীয় ও স্মারক দিয়ে সংবর্ধনা জানান DSP/ISP ডিরেক্টর ইন চার্জ বিপি সিংকে। স্বাগত ভাষণ দেন কলেজের অধ্যক্ষ ড. সঞ্জয় এস পাওয়ার।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডিরেক্টর ইন চার্জ তাঁর বক্তব্যে অংশগ্রহণকারী পড়ুয়াদের বিকশিত ভারত প্ল্যাটফর্ম ব্যবহার করে কীভাবে তাঁরা জাতীয় পরিকল্পনা প্রণয়ন, জাতীয় অগ্রাধিকার এবং লক্ষ্য নির্ধারণে সম্ভাব্য ভূমিকা রাখতে পারে, তা ব্যাখ্যা করেন। দেশের তরুণ শক্তি হিসাবে কলেজ পড়ুয়াদের তাদের উদ্ভাবনী চিন্তভাবনার মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প Vikshit Bharat@2047-এর রূপায়ণে অবদান রাখার আহ্বান জানান। পড়ুয়াদের প্রতি তাঁর পরামর্শ, ভবিষ্যৎ জীবনে সফল হতে গেলে শিল্প ক্ষেত্রের পরিবর্তনশীল প্রবণতা ও চাহিদার সঙ্গে নিজেদের যুগপোযোগী করে রাখতে হবে। সব শেষে ধন্যবাদ জ্ঞাপক বক্তব্য রাখেন ড. সুনীতা দে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।