Durgapur News: দারুণ খবর! ডিএসপি চালু করল নিজস্ব ‘ডিজিটাল পেমেন্ট গেটওয়ে’

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৩ জুন ২০২৩: স্টেট ব্যাঙ্কের (SBI) সঙ্গে মিলে নিজস্ব ‘ডিজিটাল পেমেন্ট গেটওয়ে’ (Digital Payment Gateway) চালু করল ডিএসপি (DSP)। এর ফলে ডিএসপি হাসপাতালে বিল মেটানো থেকে শুরু করে কোয়ার্টারের ভাড়া মেটানো, ডিএসপির সঙ্গে যুক্ত অন্যান্য সংস্থা, ঠিকাদার, সরবরাহকারী, সে তিনি দেশেই থাকুন বা বিদেশে, নিজের মোবাইল থেকে যে কোনও সময় ডিএসপিকে পেমেন্ট করে দিতে পারবেন।
ডিএসপি সূত্রে জানা গিয়েছে, গত ৩১মে স্টেট ব্যাঙ্কের সঙ্গে মউ সাক্ষর হয়। এরপর শুরু হয় পেমেন্ট গেটওয়ে তৈরি করার কাজ। শুক্রবার তার সূচনা করলেন ইস্কো ও ডিএসপির ডাইরেক্টর ইন-চার্জ বিপি সিং। উপস্থিত ছিলেন ডিএসপি ও স্টেট ব্যাঙ্কের আধিকারিকেরা। সেইলের বিভিন্ন কারখানার মধ্যে ডিএসপিতেই প্রথম এই উদ্যোগ নেওয়া হল বলে জানা গিয়েছে।
পেমেন্ট গেটওয়ে হল একটি প্রযুক্তি যা ব্যবসায়ীরা গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন ধরনের পেমেন্ট গ্রহণ করতে ব্যবহার করে থাকেন। এটি ডিএসপির সমস্ত স্টেকহোল্ডারকে বিভিন্ন অর্থপ্রদানের পদ্ধতি যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই ইত্যাদি ব্যবহার করে ডিএসপির ওয়েবসাইট থেকে অর্থপ্রদান করার সুবিধা দেবে। এর ফলে সঙ্গে সঙ্গে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে।