দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর। পুলিশের তোলাবাজির জেরে এই দুর্ঘটনা, এমন অভিযোগ তুলে পুলিশের চেক পোষ্টের চেয়ার ভেঙ্গে পুলিশকে তাড়া করল উত্তেজিত জনতা। পরে পথ অবরোধ করা হয়।
মৃত ইস্পাত কর্মীর নাম সঞ্জয় চক্রবর্তী (৫২)। ডিএসপি টাউনশিপের রানা প্রতাপ রোডের বাসিন্দা। এই দুর্ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। কারখানার কর্মী সঞ্জয় চক্রবর্তী কাজ সেরে স্কুটি নিয়ে বাড়ি ফিরছিলেন। তখনই প্রচন্ড গতিতে আসা একটি ডাস্ট বোঝাই ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। গুরুতর জখম অবস্থায় তাঁকে স্থানীয়রা উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইস্পাত কারখানার শ্রমিক সংগঠনের নেতৃত্বরা। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির জেরে এই দুর্ঘটনা, এই অভিযোগ তুলে লিঙ্ক রোড অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশকে ঘিরে ধরেও চলে বিক্ষোভ। দুর্গাপুর ইস্পাত কারখানার হিন্দুস্তান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক রজত দীক্ষিত বলেন, “পুলিশ তোলাবাজি করছিল। সেই তোলা না দিয়ে প্রচন্ড গতিতে ডাস্টবোঝাই ট্রাক্টরটি যাওয়ার চেষ্টা করছিল। তখনই আমাদের সহকর্মী সঞ্জয় চক্রবর্তীকে ধাক্কা মারে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।