দুর্গাপুর: হাঁটতে হাঁটতে বাজারে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক ডিএসপি কর্মী। সোমবার ঘটনাটি ঘটে। মঙ্গলবার রাত পর্যন্ত তাঁর কোনও খোঁজ মেলেনি। নিখোঁজ ব্যক্তির নাম শের বাহাদুর। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের বি-জোন এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডিএসপির প্লান্ট গ্যারেজে কর্মরত শ্রমিক শের বাহাদুর। সোমবার মার্কনী এভিনিউয়ের কোয়ার্টার্স থেকে হেঁটে সামনেই চন্ডীদাস বাজারে সবজি কিনতে বেরিয়ে যান। তারপর থেকে আর তাঁর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি পরিবারের। সোমবার মাঝ রাতে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে দুর্গাপুর থানার বি-জোন পুলিশ ফাঁড়িতে।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
স্থানীয়দের দাবি, অত্যন্ত মিশুকে স্বভাবের শের বাহাদুর সোমবার সকালে বাড়িতে মোবাইল রেখে বেরিয়ে যান। ডিএসপির কোয়াটার্সে তিনি ও স্ত্রী থাকেন। শের বাহাদুর প্রচুর লটারির টিকিট কাটতেন এবং বহুবার তিনি লটারির পুরস্কারও জিতেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, ছেলে-মেয়ে ও আত্মীয়-স্বজন নেপালে বসবাস করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, শের বাহাদুরের প্রচুর ঋণ রয়েছে। নেপাল যাওয়ারও কথা ছিল। আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা জানান, তদন্ত শুরু হয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।