ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম দুবরাজপুর

দুর্গাপুর দর্পণ, সিউড়ি, ২৭ জুলাই ২০২৩: দুবরাজপুরে (Birbhum) অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বাইরে পোস্টার ঘিরে চাঞ্চল্য। পোস্টারে লেখা রয়েছে, “আটটি বাড়ি নিল কে? কাকা-ভাইপো আবার কে?” আটটি আবাস যোজনার বাড়ি উল্লেখ করা হয়েছে ওই পোস্টারে। ফের আবাস যোজনায় দুর্নীতির অভিযোগে সরগরম দুবরাজপুর।
কাকা-ভাইপোর নামে দু’জনকে ৩০ লক্ষ টাকা মূল্যের সেই বাড়িগুলি দেওয়া হয়েছে বলে অভিযোগ। কে বা কারা এই পোস্টার দিল, তা এখনও জানা যায়নি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।