দুর্গাপুর দর্পণ, ২৭ মে ২০২৪: অসম্পূর্ণ কালভার্টের জেরে বাড়ছে দুর্ঘটনা। প্রতিবাদে পথ অবরোধ করলেন স্থানীয় বাসিন্দারা।পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের ১৯ নম্বর জাতীয় সড়কের কাজোড়া মোড় থেকে হরিপুর মোড় পর্যন্ত প্রায় নয় কিমি সংযোগকারী রাস্তা সংস্কার করছে পূর্ত দফতর।
অভিযোগ, মাস ছয়েক আগে কাজ শুরু হলেও সেই কাজ এখনও শেষ হয়নি। রাস্তার পাশে বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখা আছে। কাজোরা ৫ নম্বর এলাকায় একটি নতুন কালভার্ট তৈরি করা হয়েছে। কিন্তু তার দুপাশে ঠিকভাবে মাটি ভরাট করে রাস্তা তৈরি করা হয়নি। তাই দুর্ঘটনা লেগেই আছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
এক মাসের মধ্যে ১৪ জন মোটর বাইক আরোহী দুর্ঘটনার কবলে পড়েছেন বলে দাবি করেন স্থানীয় বাসিন্দা সুবীর মন্ডল, কৌশিক মন্ডল। তাঁর জানান, শনিবার রাতে তিনজন বাইক আরোহী পড়ে গিয়ে জখম হয়েছেন। নির্বাচনের জন্য কাজ শেষ হয়নি বলে দাবি করেন অন্ডাল পঞ্চায়েত সমিতির সদস্য তথা স্থানীয় বাসিন্দা মলয় চক্রবর্তী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।