দুর্গাপুর দর্পণ, ১৪ মে ২০২৪: উড়ালপুল থেকে সটান নীচে পড়ল ছাই বোঝাই ডাম্পার। মৃত ১। মঙ্গলবার দুপুরে ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) অন্ডালের কাজোড়া এলাকায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়।
স্থানীয়রা জানান, আচমকা বিকট শব্দ পান তাঁরা। গোটা এলাকা ঢেকে যায় ছাইয়ে। তাঁরা গিয়ে দেখেন, জাতীয় সড়কের উড়ালপুল থেকে নীচের সার্ভিস রোডে পড়েছে ছাই বোঝাই ডাম্পারটি। অন্ডালের দামোদর ভ্যালি কর্পোরেশনের তাপবিদ্যুৎ কারখানা থেকে ছাই বোঝাই করে ডাম্পারটি যাচ্ছিল রানিগঞ্জের দিকে। অন্ডালের কাজোড়ার জাতীয় সড়কের উড়ালপুলের উপরে উঠতেই ফেটে যায় চাকা।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটি গার্ডওয়ালে ধাক্কা মারে। গার্ডওয়াল ভেঙে ছাই বোঝাই ডাম্পারটি পড়ে যায় একেবারে নীচে জাতীয় সড়কের সার্ভিস রোডে। ছাইয়ে ঢেকে যায় সার্ভিস রোড। ঘটনাস্থলেই মৃত্যু হয় ডাম্পার চালক তাপস বাউড়ির (৩২)। বাড়ি আসানসোলের কুনুস্তরিয়ায়। ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশ দেহ উদ্ধার করে। ক্রেন দিয়ে ডাম্পারটিকে সরানো হয়। জেসিবি দিয়ে সার্ভিস রোড থেকে ছাই সরিয়ে রাস্তা ফাঁকা করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।