দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুর ব্যারাজের উপরের রাস্তা চরম বেহাল হয়ে পড়েছে। খানা খন্দে ভরে গিয়েছে রাস্তা। ব্যারাজের উপর দিয়েই গিয়েছে ৯ নম্বর রাজ্য সড়ক। দুর্গাপুরের মুচিপাড়া থেকে ওড়িশায় নয়াগ্রাম গিয়েছে সড়কটি। দুর্গাপুরের সঙ্গে বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুরের যোগাযোগ রক্ষা করে ওই সড়ক। বড়জোড়া শিল্পতালুকের সঙ্গে দুর্গাপুর শিল্পাঞ্চলের যোগাযোগ রক্ষাকারী সড়কও এটি। এমন একটি গুরুত্বপূর্ণ সড়ক একেবারে বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ব্যারাজে গিয়ে দেখা গিয়েছে, খানা খন্দ ভর্তি করা হয়েছিল ইট পেতে। সেই সব ইট ভেঙে গিয়েছে বা উঠে গিয়েছে। খালে জল জমেছে। ছোট খাটো দুর্ঘটনা লেগেই আছে বলে অভিযোগ। ব্যারাজ দিয়ে যাঁরা যাতায়াত করেন, তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ব্যারাজের উপরের রাস্তা বেহাল হয়ে পড়ে রয়েছে। মাঝে মাঝে তাপ্পি দেওয়া হয়। কিন্তু কয়েকদিনের মধ্যেই তা উঠে যায়। আমুল সংস্কার করা দরকার। কিন্তু তা করা হচ্ছে না। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে সেচ দফতর।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।