ফের সাত দিন ধরে দুর্গাপুর ব্যারাজে কাজ হবে

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৫ আগস্ট ২০২৩: দুর্গাপুর ব্যারাজ (Durgapur Barrage) ফের ৭ দিন ধরে বন্ধ করে কাজ হবে। তবে দিনে নয়। শুধু রাতেই বন্ধ থাকবে। ব্যারাজের লকগেট মেরামতির জন্য ৬ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত রাতে কাজ হবে। তাই ওই দিনগুলিতে রাতে ব্যারাজে যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন।
প্রশাসনের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, ওই দিনগুলিতে রাত ১১ টা থেকে ভোর ৪ টা পর্যন্ত ব্যারাজের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকবে। ছাড় মিলবে শুধু অ্যাম্বুল্যান্স, দমকল প্রভৃতি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত যানবাহনের ক্ষেত্রে। ফলে ওই দিনগুলিতে রাতে ব্যারাজের উপর দিয়ে যাতায়াত করার দরকার থাকলে এখনই পরিকল্পনা বদলে নিন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।