দুর্গাপুর: রাজ্য সরকারের পুজো অনুদান নিতে অস্বীকার করে জেলা প্রশাসনকে চিঠি দিয়েছে দুর্গাপুরের বিধান নগরের গ্রুপ হাউসিং পুজো কমিটি। মোট ৪৬ টি সমবায়ের মিলিত এই পুজোয় এবার অধিকাংশ সমবায় পুজো অনুদান নিতে রাজি নয় বলে জানিয়ে দেয়। পরপর তিনবার বৈঠক করেও একই সিদ্ধান্ত হওয়ায় শেষ পর্যন্ত তা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দেওয়া হয়। উদ্যোক্তাদের দাবি, এবার পুজোয় আড়ম্বর হবে না। কোন জলসা হবে না। তাদের একটাই দাবি, আরজি করের ঘটনার বিচার চাই।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গত বছর এই পুজো কমিটি সরকারি অনুদান নিয়েছে। কিন্তু আরজি করের ঘটনার পরে এবার আর তা নিতে রাজি নয় কমিটি। এবার দুর্গাপুরে মোট ১৭৫ টি পুজো কমিটিকে পুজো অনুদান দিচ্ছে প্রশাসন। তারমধ্যে রবিবার সৃজনীতে এক অনুষ্ঠানে নয়টি কমিটির হাতে অনুদানের চেক তুলে দেওয়া হয়। বাকিদের স্থানীয় থানার মাধ্যমে চেক প্রদান করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।