দুর্গাপুর: দুর্গাপুরের ২৬ নম্বর ওয়ার্ড এবিএল মোড় কমল কানন গ্রুপের পক্ষ থেকে শনিবার চায়ের আড্ডার দ্বিতীয় বর্ষ রক্তদান শিবিরের আয়োজন করা হয় শনিবার সন্ধ্যায়। প্রায় ৩০ জন রক্ত দান করেন। ছিলেন মহিলারাও। অন্যান্য রক্তদান শিবিরের চেয়ে এই শিবির একটু আলাদাভাবে উৎসবের মেজাজে আয়োজন করা হয়। আলোকসজ্জায় সজ্জিত করে গানের ব্যবস্থা করা হয়। সঙ্গে থাকে চায়ের ব্যবস্থা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
উদ্যোক্তাদের তরফে সুপ্রতীম রায় জানান, চায়ের ছোট্ট আড্ডা থেকে রক্তদান শিবিরের পরিকল্পনা। বাঙালি আড্ডা ছাড়া বাঁচে না। বছরভর চায়ের আড্ডা। গত বছর পরিকল্পনা হয় এখন থেকে বছরে একবার করে রক্তদান শিবিরের আয়োজন করা হবে। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক ও দুর্গাপুর মহকুমা ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরাম সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।