দুর্গাপুর দর্পণ, ১৪ জুন ২০২৪: প্রায় ৫ বছর ধরে উৎপাদনহীন রাজ্য সরকারের সংস্থা পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের দুর্গাপুর কেমিক্যালস লিমিটেডের (ডিসিএল) অবসর নেওয়া কর্মীরা প্রভিডেন্ট ফান্ডের (পিএফ) টাকা পাচ্ছেন না। দীর্ঘদিন ধরে কারখানা কর্তৃপক্ষ এবং পিএফ অফিসে গিয়েও সুরাহা না হওয়ায় বৃহস্পতিবার তাঁরা সিটি সেন্টারের পিএফ অফিসে গিয়ে তুমুল বিক্ষোভ দেখান।
অফিসের মূল দরজার সামনে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভের মুখে পড়ে অস্বস্তিতে পড়ে যান দুর্গাপুরের পিএফ অফিসের আঞ্চলিক কমিশনার সুধীর রঞ্জন। অবসরপ্রাপ্ত এক শ্রমিক আনন্দ গোপাল দাস অভিযোগ করেন, কারওর এক বছর কারওর সাত মাস কারওর ছ’মাস ধরে আটকে রয়েছে চাকরি জীবনের কষ্টার্জিত পিএফের টাকা। কারখানা কর্তৃপক্ষ বলছেন, সময় মতো টাকা জমা পড়েছে পিএফ ফান্ডে। শেষ পর্যন্ত ১৫ দিনের মধ্যে সমস্যা মেটার আশ্বাস পাওয়ার পরে বিক্ষোভ ওঠে।
( Dr. BC Roy Engineering College & Group of institutions । 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।