দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট ২০২৪: টানা বৃষ্টিতে জলমগ্ন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গা। রাস্তাঘাটে জল জমেছে। বহু জায়গায় বাড়ির ভিতরে জল ঢুকেছে। মাঝ রাত থেকেই কার্যত জলবন্দী শহরের বহু মানুষ। একতলা থেকে জিনিসপত্র নিয়ে দোতলায় উঠেছেন কেউ কেউ। যাদের একতলা বাড়ি তাঁরা অসহায় ভাবে জলে দাঁড়িয়েই সময় পার করছেন। জল জমেছে দুর্গাপুর স্টেশন বাসস্ট্যান্ডেও। এক হাঁটু জলে অপেক্ষায় রয়েছেন যাত্রীরা। শহরের বিভিন্ন জায়গায় পুলকার, অটো আটকে গিয়ে বিপাকে পড়েছে পড়ুয়া ও যাত্রীরা।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
রাস্তাঘাট দেখে মনে হচ্ছে যেন নদী বয়ে যাচ্ছে। শহরের ১৬ নম্বর ওয়ার্ডের অরবিন্দ পল্লি, ৫৪ ফুট রোডের সারদা পল্লি, বেনাচিতির বহু অংশ, বিদ্যাসাগর পল্লি, মেনগেট, স্টিল পার্কের বহু জায়গা জলমগ্ন। তামলা এলাকার বহু বাড়ি ডুবে গিয়েছে। অনেকেই অন্যত্র আশ্রয় নিয়েছেন। তামলা নালার দুপাশে প্লাবিত বহু এলাকা। রাতুরিয়া এলাকায় মাটির বাড়ি চাপা পড়ে দুই জন জখম হয়েছেন। ১৯ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় সার্ভিস রোডে জল জমে গিয়েছে। বাসিন্দাদের অভিযোগ, নিয়মিত নিকাশি সংস্কারের উদ্যোগ না নেওয়াতেই এই পরিস্থিতি। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।