দুর্গাপুর: যে এলাকার মাটি দিয়ে শুরু হয় দশভুজার মূর্তি গড়ার কাজ, সেই নিষিদ্ধ পল্লীর মহিলাদের সম্মান জানালো দুর্গাপুর ক্লাব সমন্বয়। রবিবার দুর্গাপুরের সিটি সেন্টারের একটি শপিং মলের সামনে শারদ শিরোপা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বড় বড় পুজো মণ্ডপ নানান পুরস্কার পেয়ে থাকে। কিন্তু যাঁরা মণ্ডপ তৈরি করেন, যাঁরা আলোকসজ্জ্বা করেন, যাঁরা প্রতিমা গড়েন তাঁদের জন্য সাধারণত পুরস্কার দেওয়া হয় না। দুর্গাপুর ক্লাব সমন্বয় তাঁদের কথা ভেবে শারদ শিরোপা অনুষ্ঠানের আয়োজন করেছিল।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মন্ডল, অভিনেত্রী দিতিপ্রিয়া রায়, নাট্যশিল্পী দেবশংকর হালদার সহ অন্যান্যরা। সেরার সেরা পুরস্কার পায় উর্বশী সর্বজনীন দুর্গাপুজো কমিটি। নবারুণ সর্বজনীন এর প্রতিমা সেরা হয়। শিল্পী অরুণ পালকে পুরস্কার দেওয়া হয়। শংকরপুর সর্বজনীনের মণ্ডপশিল্পী পুরস্কার পান সেরা মণ্ডপ হিসাবে। সেরা পরিবেশের জন্য পুরস্কার পায় সেপকো সর্বজনীন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।