দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৯ জুলাই ২০২৪: শ্যালিকার স্বামী মারা গিয়েছে ২০১৫ সালে। তারপর থেকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শ্যালিকার সঙ্গে একাধিকবার সহবাস করেন জামাইবাবু। শ্যালিকার সোনার গয়নাও হস্তগত করেছিলেন। গয়না ফেরত আনতে গেলে তাঁকে ধর্ষণ করার চেষ্টা করা হয়। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিপিএমের কৃষক সভার নেতা মতলব আলির বিরুদ্ধে কোকওভেন থানায় এমনই লিখিত অভিযোগ দায়ের করেছেন তাঁর শ্যালিকা। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয়েছে মতলব আলিকে। যদিও তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে বলে তিনি দাবি করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মতলব আলি সিপিএমের দুর্গাপুর পূর্ব ২ এরিয়া কমিটির নেতা এবং কৃষকসভার জেলা সম্পাদকমন্ডলীর সদস্য। সগড়ভাঙা এলাকায় মতলব আলির বাড়ি। সেই বাড়ি মেরামতির নাম করে শ্যালিকার কাছ থেকে মতলব আলি ৮ ভরি সোনার গয়না নেন বলে অভিযোগ। শ্যালিকার অভিযোগ, তারপরে প্রায় ৭ বছর পেরিয়ে গিয়েছে। মতলব আলি তাঁকে বিয়ে করেননি এবং গয়নাও ফেরত দেননি।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বার বার গয়না ফেরত চাওয়ার পরে রবিবার গয়না ফেরত দেওয়ার কথা বলে শ্যালিকাকে বাড়িতে ডাকেন মতলব আলি। অভিযোগ, শ্যালিকা আসতেই তাঁর হাত ধরে টানা হ্যাঁচড়া শুরু করে দেন। কোনও রকমে মহিলা সেখান থেকে বেরিয়ে কোকওভেন থানায় মতলবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই বাড়ি থেকে মতলবকে গ্রেফতার করে কোকওভেন থানার পুলিশ। সোমবার ধৃতকে দুর্গাপুর আদালতে তোলা হলে বিচারক জামিন না মঞ্জুর করে দেন।
মতলব আলি দাবি করেন, তাঁকে রাজনৈতিক চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। সিপিএমের এরিয়া কমিটির সম্পাদক সিদ্ধার্থ বসু বলেন, “মতলব আলিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।” তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সহ সভাপতি উত্তম মুখোপাধ্যায় বলেন, “মানুষ সিপিএমের পাশে নেই। তার উপরে দলের নেতাদের নামে এমন সব অভিযোগ। মানুষ সেজন্যই এদের একেবারে ছুড়ে ফেলে দিয়েছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।