
দুর্গাপুর দর্পণ,দুর্গাপুর, ২৭ মার্চ ২০২৪: দুর্গাপুরের কোটি টাকার ক্রিকেট টুর্নামেন্টের ঘিরে চর্চা চলছেই। দিলীপ ঘোষের তোলা অভিযোগ খণ্ডন করতে তড়িঘড়ি সাংবাদিক বৈঠকে ক্লাব সমন্বয়।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের নাম ঘোষণার পরদিনই দুর্গাপুরে পৌঁছান দিলীপ। তিনি প্রচারে নেমেই দুর্গাপুরের ক্লাব সমন্বয়ের কোটি টাকার ক্রিকেট টুর্নামেন্টের ঘাপলা হয়েছে বলে অভিযোগ করেন। তৃণমূলের বড় নেতার হাত রয়েছে বলেও তাঁর দাবি। তিনি আরও বলেন, দুর্গাপুর ক্লাব সমন্বয়কে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন। তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এই খেলার ট্রপি উন্মোচন করেছিলেন, সেই বিষয়েও দিলীপ ঘোষের অভিযোগ ছিল, নির্বাচন বিধি ভঙ্গ করে কোটি টাকার খেলার ট্রফি উন্মোচনের অনুষ্ঠানে যোগ গিয়েছেন তৃণমূল প্রার্থী। এরপরেই মন্তব্য ঘিরে চাঞ্চল্য ছড়ায় দুর্গাপুরে।
দিলীপ ঘোষের এই অভিযোগ খণ্ডন করতে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে বুধবার দুপুরে সাংবাদিক বৈঠক করা হয়। সেখানে সভাপতি সন্দীপ দে স্পষ্ট জানিয়েছেন, নির্বাচন কমিশন কোন নোটিশ পাঠায়নি তাঁদের। দিলীপ ঘোষ এবং জেলা বিজেপি নেতৃত্বের তোলা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি, ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে’র। তিনি আরও বলেন, কোন ঘাপলা নেই। প্রাক্তন ক্রিকেটার হিসাবেই কীর্তি আজাদ টফি উন্মোচন করেন।
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
#Loksabhaelection 2024
#DilipGhos