
অরণ্য সপ্তাহে খুদেদের নিয়ে বৃক্ষরোপণে মাতলেন দুর্গাপুরের চিকিৎসক
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৭ জুলাই ২০২৪: বছরভর বৃক্ষরোপণ সহ নানা সামাজিক কাজকর্ম করে থাকেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের ইএসআই হাসপাতালের চিকিৎসক উদয়ন চৌধুরী। অরণ্য সপ্তাহ উপলক্ষে দুর্গাপুরের আড়া মোড়ে বুধবার খুদে পড়ুয়াদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করেন ডা. উদয়ন চৌধুরী এবং ডা. কবিতা চৌধুরী।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
আড়া মোড় থেকে মুচিপাড়াগামী লাল বাহাদুর শাস্ত্রী রোড সংলগ্ন ডিভাইডারের মাঝে ২৫টির বেশি গাছ রোপণ করা হয় এদিন। কর্মসূচীতে যোগ দেয় প্রায় ১০০ খুদে পড়ুয়া। উদয়নবাবু বলেন, “শিশু মনে সবুজের চেতনা তুলে ধরতে এই উদ্যোগ। পরিবেশ রক্ষার ভার আগামী প্রজন্মের হাতে তুলে দিতেই এই কর্মসূচী। বাচ্চারা নিজেরা গাছ লাগিয়ে সেগুলির রক্ষণাবেক্ষণ করবে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।