দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ এপ্রিল ২০২৪: রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের একটি বেসরকারি ব্যাঙ্কে আগুন লাগে। সুহট্ট মলের নিচে ওই বেসরকারি ব্যাঙ্ক থেকে দুপুর ২:৪৫ মিনিটে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর দেওয়া হয় দমকল বিভাগে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর প্রায় আধঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।
অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় গোটা এলাকায়। দুর্গাপুর দমকল বিভাগের ভারপ্রাপ্ত আধিকারিক রহমান চৌধুরী বলেন, ব্যাঙ্কের সার্ভার রুমের ভিতর শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ড ঘটে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। প্রায় আধঘন্টা প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। হতাহতের কোনও খবর নেই। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)