Durgapur Fire. আগুন নিভল না ৫ ঘন্টা পরেও

সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর ২০২৩: বিধ্বংসী আগুন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের সিটি সেন্টারের আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (ADDA) ভবনে। সোমবার রাত সোয়া ২টো নাগাদ প্রথম আগুন নজরে আসে। প্রাথমিক ভাবে দুর্গাপুর দমকলের তিনটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।পরে পানাগড়, রানিগঞ্জ থেকে দুটি ইঞ্জিন আসে। ইঞ্জিন আসে ডিএসপি ও অন্ডাল বিমানবন্দর থেকে। আগুন নিয়ন্ত্রণে এলেও ৫ ঘন্টা পরেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। জানা গিয়েছে, আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন সিআইএসএফ জওয়ানেরা। পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক এস পন্নবালম জানান, খবর পাওয়া মাত্রই দমকলে খবর দেওয়া হয়। আধিকারিকেরাও দ্রুত ঘটনাস্থলে চলে আসেন।
দেখুন ভিডিও
আরও পড়ুন- গভীর রাতে দাউ দাউ করে জ্বলে উঠল সরকারি ভবন
জেলা শাসক ছাড়াও পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, সিইও আকাঙ্খা ভাস্কর, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, পুরসভার কমিশনার সহ অন্যান্য আধিকারিকেরা ঘটনাস্থলে আছেন। কীভাবে আগুন লাগল তা পরিস্কার হয়। তবে দমকলের আধিকারিকেরা ক্ষোভ প্রকাশ করেছেন, পুরো ভবনে ফায়ার এক্সটিংগুইশার নজরে আসেনি। জলের কোনও রিজার্ভার না থাকায় জল পেতেও সমস্যা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।