জুনের শেষেই ‘দুর্গাপুর জংশন’ ছবির শ্যুটিং হবে দুর্গাপুরে, জানেন পরিচালক কে?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ জুন ২০২৩: সত্য ঘটনা অবলম্বনে ‘দুর্গাপুর জংশন’ (Durgapur Junction) ছবি তৈরি করছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya)। এর আগে ‘অন্তর্লীন’ (Antarleen), ‘ফ্ল্যাট নং ৬০৯’ (Flat no 609), ‘অন্তর্ধান’ (Antardhaan) এর মতো ছবি তিনি করেছেন। ৩০ জুন মুক্তি পাবে ‘শিবপুর’। এরপরেই তিনি হাত দেবেন ‘দুর্গাপুর জংশন’ ছবিতে।
ছবির কাহিনীও কিছুটা জানা গিয়েছে। শিল্প শহর দুর্গাপুরে পর পর সিরিয়াল কিলিং। এক তরুণ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিক সেই রহস্যের কিনারা করার চেষ্টা করছেন। বাকিটা জানা যাবে ছবি তৈরি হওয়ার পরে। অধিকাংশ শ্যুটিং হবে দুর্গাপুরে। বাকিটা বোলপুর ও কলকাতায়। ইতিমধ্যেই পরিচালক দিন তিনেক আগে ঘুরে গিয়েছেন দুর্গাপুর।
জানা গিয়েছে, সাংবাদিকের চরিত্রে অভিনয় করবেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukheriee)। পুলিশ অফিসারের ভূমিকায় থাকবেন বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatteriee)। আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে কাহিনী তৈরি হয়েছে দুর্গাপুর জংশনের। শীতের মরসুমে মুক্তি পাবে ‘দুর্গাপুর জংশন’।